Apr 21, 2023

Nirapon honors those affected by the Rana Plaza building collapse

Nirapon honors those affected by the Rana Plaza building collapse

Nirapon recognizes and honors the victims and families who were affected by the devastating Rana Plaza building collapse more than 10 years ago. It was in the wake of that tragedy that the Alliance, and later Nirapon, was founded to help create and sustain a culture of workplace safety in Bangladesh. We are proud of the progress Bangladesh’s manufacturing industry has made in workplace safety over the past 10 years, and together with our member companies, we are dedicated to maintaining and expanding those improvements so that every factory in Bangladesh is a safe place to work.

আজ থেকে দশ বছরের আগের বিধ্বংস ঘটনায় যারা শিকার হন রানা প্লাজা ধসে পড়ায়, তাদের এবং তাদের পরিবারের সকল কে স্মরণ করে ও শ্রদ্ধা জানায় নিরাপন ৷ সেই দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে এলায়েন্স, ও তার পর নিরাপন, প্রতিস্থাপিত হয় বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার, এবং বজায় রাখার, লক্ষে ৷ আমরা গর্ব বোধ করি যে দশ বছরে কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের উৎপাদন শিল্পের প্রচেষ্টায় ৷ এবং আমাদের সদস্যদের সহ আমরা নিবেদিত শুধু বজায় রাখতেনা, উন্নতি গুলি প্রসারিত করতে, যাতে বাংলাদেশের প্রতিটি কারখানা হয় একটি নিরাপদ কর্মক্ষেত্র ৷

For more information, please contact:
Nirapon
Email: Info@nirapon.org