Apr 21, 2023

রানা প্লাজা ভবন ধ্বসে ক্ষতিগ্রস্তদের নিরাপনের শ্রদ্ধা নিবেদন

রানা প্লাজা ভবন ধ্বসে ক্ষতিগ্রস্তদের নিরাপনের শ্রদ্ধা নিবেদন

দশ বছর আগের মর্মান্তিক রানা প্লাজা ভবন ধ্বসে নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারদের প্রতি শ্রদ্ধা জানায় নিরাপন। এই দুর্ঘটনার প্রেক্ষিতেই বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তার একটি রেওয়াজ তৈরি ও তার টেকসই সমাধানের লক্ষ্যেই অ্যালায়েন্স এবং পরবর্তীতে নিরাপনের প্রতিষ্ঠা হয়। বিগত ১০ বছরে কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশের উৎপাদন শিল্পের অগ্রগতিতে আমরা গর্বিত। এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আরও সম্প্রসারিত করতে আমরা আমাদের মেম্বার কোম্পানিগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছি যেন বাংলাদেশের প্রতিটি ফ্যাক্টরিই একটি নিরাপদ কর্মস্থল হয়ে উঠতে পারে।

আজ থেকে দশ বছরের আগের বিধ্বংস ঘটনায় যারা শিকার হন রানা প্লাজা ধসে পড়ায়, তাদের এবং তাদের পরিবারের সকল কে স্মরণ করে ও শ্রদ্ধা জানায় নিরাপন ৷ সেই দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে এলায়েন্স, ও তার পর নিরাপন, প্রতিস্থাপিত হয় বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার, এবং বজায় রাখার, লক্ষে ৷ আমরা গর্ব বোধ করি যে দশ বছরে কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের উৎপাদন শিল্পের প্রচেষ্টায় ৷ এবং আমাদের সদস্যদের সহ আমরা নিবেদিত শুধু বজায় রাখতেনা, উন্নতি গুলি প্রসারিত করতে, যাতে বাংলাদেশের প্রতিটি কারখানা হয় একটি নিরাপদ কর্মক্ষেত্র ৷

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
নিরাপন
ইমেল: Info@nirapon.org