সংগঠন হিসেবে পারস্পরিক সহযোগিতা এবং স্বচ্ছতা, দুটোকেই আমরা মূল্যায়ন করি । ওপেন সাপ্লাই হাব-এর সঙ্গে পার্টনারশিপ বিষয়ে আমরা উল্লেখ করতে চাই, এটি হচ্ছে ওপেন সোর্স ডেটাবেজ যা মানবাধিকার রক্ষায় এবং ফ্যাক্টরির কাজের পরিবেশ উন্নয়নে সহায়তা করে।
নিরাপনের সেইফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণকারী ফ্যাক্টরিগুলোর একটি তালিকা আমরা ২০২১ সাল থেকেই ওপেন সাপ্লাই হাব-এর মাধ্যমে প্রকাশ করে আসছি। যে কোনো ব্যক্তি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে রেকর্ড থেকে নিরাপন কার্যক্রমে অংশগ্রহণকারী ফ্যাক্টরিগুলোর তালিকা খুঁজে বের করতে পারেন। এই প্ল্যাটফর্মটি নাম ও অ্যাড্রেস মেলানো একটি আধুনিক অ্যালগরিদম নির্ভর , যা আমাদেরকে খুব দ্রুত কোনও তথ্য খুঁজে পেতে সাহায্য করে এবং আমাদের ডেটাকে শক্তিশালী করে। ওপেন সাপ্লাই হাব ব্যবহারের মাধ্যমে নিরাপনও তার বিভিন্ন রিটেইলার, ম্যানুফ্যাকচারার, মাল্টি-স্টেইকহোল্ডার এবং সিভিল সোসাইটির সঙ্গে মিলে এই অ্যালগরিদমকে আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফ্যাক্টরিগুলোর জন্য একটি নিরাপদ ও নৈতিক অবকাঠামোর মধ্যে নিরাপত্তা ব্যবস্থার পর্যবেক্ষণ ও উন্নয়নে ভূমিকা রাখতে পারে নিরাপন। ওপেন সাপ্লাই হাব-এর মাধ্যমে সকল রিটেইলার, ম্যানুফ্যাকচারার এবং অন্যান্য অংশীদারের সঙ্গে সম্মিলিতভাবে বাংলাদেশের উৎপাদনমুখী শিল্প কর্মীদের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে নিরাপন। ওপেন সাপ্লাই হাব নিরাপনের বিভিন্ন তথ্যকে আরও সহজলভ্য করে তুলেছে, যা প্রায়শই আমাদের আওতা ও পরিসরকে আরও বড় করেছে।
বাংলাদেশে নিরাপদ কর্মক্ষেত্রের প্রচলন করা একটি চলমান প্রচেষ্টা, যেখানে প্রয়োজন
সম্মিলিত অংশগ্রহণ। নিরাপন উন্মুক্ততা এবং স্বচ্ছতার গুরুত্ব অনুধাবন করতে পেরে ওপেন সাপ্লাই হাব-এর সঙ্গে পার্টনারশিপ করেছে। রিটেইলার, ম্যানুফ্যাকচারার এবং ফ্যাক্টরিসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা মানসম্মত তথ্য প্রাপ্তির সুবিধা দিচ্ছি এবং ইন্ডাস্ট্রিকে আরও সম্ভাবনাময় একটি পথে এগিয়ে নিতে অবদান রাখছি।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
নিরাপন
ইমেল: Info@nirapon.org