নিরাপন একটি শিল্প-নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা যা বৈশ্বিক ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের সাথে সহযোগিতা করে। কারখানাগুলো তাদের ক্রেতা ও খুচরা বিক্রেতাদের নিরাপনের সদস্য হতে এবং নিরাপনের সেফটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে পারে।
নিরাপন তার মেম্বার কারখানায় অডিট পরিচালনা করে না। বরঞ্চ শিক্ষামূলক প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে নিরাপন কর্মক্ষেত্রে একটি টেকসই নিরাপত্তা সংস্কৃতি তৈরিতে কাজ করছে। কোনো কিছু চাপিয়ে না দিয়ে (বা জোর না করে) শিক্ষামূলক পদ্ধতির মাধ্যমে দৈনন্দিন অবিচ্ছেদ্য নিরাপত্তা কার্যক্রমে কারখানা মালিক,ব্যবস্থাপক এবং কর্মীদের মনোভাব পরিবর্তনের চেষ্টা এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। যদি আপনার কারখানা নিরাপন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চায়, তবে আপনার ব্র্যান্ড পার্টনার(গুলো)কে নিরাপন সদস্যপদ নিতে উৎসাহিত করুন।
নিরাপন কারখানাগুলিকে সনদ প্রদান করে না। তবে, নিরাপনের সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণকারী কারখানার একটি তালিকা আমরা ওপেন সাপ্লাই হাবে শেয়ার করেছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ অনুসন্ধান করে দেখতে পারেন কোন কারখানাগুলি নিরাপনের সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে অংশ নিচ্ছে।
নিরাপন একটি ক্রেতা নেতৃত্বাধীন সংগঠন।
আমাদের ৫৫+ সদস্য—যাদের মধ্যে রয়েছে— গ্লোবাল পোশাক ব্র্যান্ড, খুচরা বিক্রেতা এবং প্রস্তুতকারক, যারা সকলে মিলে বাংলাদেশে তাদের সরবরাহকারী কারখানায় নিরাপত্তা মান এবং ব্যবস্থাপনা পদ্ধতি বজায় রাখার একটি সাধারণ লক্ষ্য নির্ধারণ করেছেন। নিরাপনের মেম্বার কোম্পানি বাংলাদেশে, শিল্পের শক্তি ব্যবহার করে কর্মক্ষেত্রের নিরাপত্তা উন্নয়নে সচেষ্ট।
আমরা ক্যাপ ক্লোস্ড কারখানাগুলোকে সহযোগিতার লক্ষ্যে একটি সামগ্রিক পদ্ধতি গ্রহণ করেছি।
নিরাপন তাদের মেম্বার ও সরবরাহকারী কারখানার সাথে নিরাপত্তা নিশ্চিত (সমাধানে), বিনিয়োগ ও তা সংরক্ষন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপন তার সরবরাহকৃত কারখানার নিরাপত্তা নিশ্চিত করণে সহযোগিতার লক্ষে সার্ভিস (সেবা) প্রদানকারী সংস্থা সাথে নিয়ে একটি একটি সামগ্রিক পদ্ধতি গ্রহণ করেছেন।
কারখানার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে নিরাপন তার মেম্বার কোম্পানিগুলোকে সহায়তা করে থাকে।
নিরাপন কারখানায় নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় পরিবর্তন আনতে তথ্য সরবরাহ করে তার মেম্বারদের সহায়তা করে থাকে। একই সাথে নিরাপন উৎপাদন প্রক্রিয়া অনুযায়ী বিপদ ও ঝুঁকি ব্যাবস্থাপনা ও পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবর্তন ও ঝুঁকি কমাতে প্রয়োজনীয় নির্দেশিনা ও উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করতে কারখানাগুলোকে সহযোগিতা দিয়ে থাকে। ক্যাপ ক্লোস্ড কারখানাসহ সকল কারখানায় নিয়মিতভাবে মেশিনারি, সিস্টেম রক্ষনাবেক্ষনের জন্য প্রযুক্তিগত সমাধান দেবার প্রয়োজন হয়। এর জন্য কারখানাগুলিকে বিশেষজ্ঞ রক্ষণাবেক্ষণের জন্য যেমন বয়লার, বৈদ্যুতিক সিস্টেম ইত্যাদির জন্য বিশেষজ্ঞ প্রকৌশলী নিয়োগ করতে হবে।
কোনোকিছু জোরপূর্বক চাপিয়ে না দিয়ে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় জানাতে চেষ্টা করি কি আর কিভাবে কাজটি করা যায় ।
নিরাপন কাখানাগুলোকে শাস্তি দেওয়ার পরিবর্তে ফোকাস করে থাকে সমস্যা ও তার সমাধান পদ্ধতি শেখানোর উপর। নিরাপন মনে করে এই পদক্ষেপটি কারখানা ব্যবস্থাপকদের কর্মক্ষেত্রের বিপদ ও নিরাপত্তা ঝুঁকি কমাতে আলোচনা ও পরামর্শ চাওয়ার ক্ষেত্রকে আরো উদার/ প্রসারিত করবে যা কারখানার কর্ম পরিবেশ উন্নয়ানে ও নিরাপত্তা বিষয়ক সমাধান এ ভূমিকা রাখবে।
বাংলাদেশের কারখানাগুলিতে নিরাপদ, সুরক্ষিত এবং টেকসই উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে নিরাপন ক্যাপ ক্লোস্ড না হওয়া কারখানাতে পার্টনারশিপ এর মাধ্যমে সহযোগিতা দিয়ে আসছে। এগুলি সবই প্রায় নতুন কারখানা যা নিরাপনের পূর্ববর্তী প্রতিষ্ঠান থেকে অনুমোদিত (Alliance for Bangladesh Worker Safety)।
আমাদের পরিদর্শন এবং আওতাভুক্ত, এই কারখানাগুলি এলিভেট, যা LRQA প্রতিষ্ঠান, দ্বারা পরিচালিত হয়। এই কারখানা গুলো ব্র্যাক থেকে প্রশিক্ষণ, “আমাদের কথা হেল্পলাইন”কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে কারখানাগুলোকে ক্যাপ ক্লোস্ড এর আওতাভুক্ত করতে পারবে। ক্যাপ ক্লোস্ড হবার পরপরই একটি কারখানা নিরাপন সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়ে যাবে। । তবে, এটা মনে রাখা প্রয়োজন ক্যাপ ক্লোস্ড হচ্ছে কোনো একটি কারখানার নিরাপত্তা বা সুরক্ষা কর্মসূচি পরিচালনার প্রথম পর্যায়। যে কোনও কারখানা যদি নিয়মিত সুরক্ষা/ রক্ষণাবেক্ষন ব্যবস্থাপনা পরিচালনা না করে থাকে তবে সেই কারখানা ক্যাপ ক্লোস্ড করার মাধ্যমে যে সুরক্ষা ব্যাবস্থাপনা প্রতিষ্ঠা করেছিল সেই প্রাপ্ত সুরক্ষা ব্যাবস্থাপনা ধরে রাখতে পারবে না। একটি কারখানার জন্য গুরুত্বপূর্ণ নিয়মিত নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করা যা ছাড়া কারখানার নিরাপত্তা ব্যাবস্থাপনা দ্রুত অবনতির দিকে যেতে থাকবে, বিশেষতঃ শ্রমিকরা যদি কর্মস্থলকে নিরাপদ ও সুরক্ষিত মনে না করে।
নিরাপন একটি হেল্পলাইন প্রদান করে – যা আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনা প্রোগ্রামের (SMP) একটি মূল অংশ – যাতে কারখানার কর্মীরা শ্রম সম্পর্কিত সমস্যাগুলি রিপোর্ট করতে পারে এবং ম্যানেজমেন্টের সাথে মিলে সেগুলি সমাধান করতে এবং শিখতে পারে। SMP-এ অন্তর্ভুক্ত সব কারখানাকে হেল্পলাইনে সাবস্ক্রাইব করতে হবে এবং তাদের কর্মীদের হেল্পলাইন টেলিফোন নম্বর সরবরাহ করতে হবে।
বাংলাদেশের বাইরে থেকে নিরাপন পরিচালিত হয়ে থাকে। নিরাপন ওয়েবসাইট এবং FAQ ভিসিট করার পরে, আরো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।