আমাদের নিবেদিতপ্রাণ কর্মী ও বোর্ড মেম্বাররা প্রত্যেকেই টেকসই সোর্সিং, সাপ্লায়ারের সঙ্গে সম্পৃক্ততা, এবং কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থাপনার প্রযুক্তিগত ও চর্চাবিষয়ক দিকগুলো সম্পর্কে গভীর অভিজ্ঞতা রাখেন।

শিল্পে নেতৃত্বদানকারী সংগঠন হিসাবে আমাদের মেম্বাররা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

লুইস টেম্পল

লুইস টেম্পল

চিফ এক্সিকিউটিভ অফিসার , নিরাপন
About

লুইস টেম্পল

লুইস টেম্পল  এর  আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়  ২৫ বছরেরও বেশি সময়  নেতৃত্ব স্থানীয় পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। লুইস টেম্পল তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাজ এর উদ্দেশে, পূর্ব ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, এবং আফ্রিকায় বসবাস করেছেন। কর্মজীবনের পুরো  সময়জুড়ে তিনি  কৃষি,  শিশু ও  বয়স্ক স্বাস্থ্য সুরক্ষা খাত, শিক্ষাখাত,  শিল্প ও খনি বিষয়ক কারিগরি প্রকল্প পরিচালনায় বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে লুইস টেম্পল বেসরকারি খাতের বাজার-ভিত্তিক উন্নয়ন মোকাবেলায় যে  সকল চ্যালেঞ্জ  ও প্রতিবন্ধকতা রয়েছে তা থেকে উত্তরণের জন্য একটি টেকসই বাজার ভিত্তিক উন্নয়ন ব্যবস্থা বাস্তবায়ন প্রকল্পের কাজে যুক্ত আছেন।

লুইস টেম্পল  বিশ্ববিখ্যাত বাংলাদেশী উন্নয়ন সংস্থা ব্র্যাক (ইউ.কে-UK) এর  চিফ এক্সিকিউটিভ অফিসার পদে  ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ব্র্যাক একটি গুরুত্বপূর্ণ সহযোগি সংগঠন হিসাবে নিরাপনের সঙ্গে কাজ করে আসছে। ব্র্যাক(ইউ.কে-UK) তার  কার্যক্রম ও প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি করেছে  লুইস টেম্পল এর নেতৃত্বকালীন সময়ে।  লুইস তার সময়কালে নতুন নতুন তহবিল সংগ্রহ, সহযোগি সংগঠন তৈরি,  ইউরোপীয় দাতা ও নীতিনির্ধারকদের মধ্যে ব্র্যাকের পরিচিতি বাড়ানোর জন্য  নানাবিধ সহযোগিতা মূলক কৌশলগত পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছিলেন।  ইউরোপে তিনি  প্রচার এবং নীতিনির্ধারণে অংশগ্রহণ শুরু করেন, একটি নতুন পন্থা অবলম্বন করে, যার ফলে ব্র্যাক তার বৈশ্বিক লক্ষ্য আরও কার্যকরভাবে বিশ্বের কাছে তুলে  ধরতে সক্ষম হয়েছে।

ব্র্যাক (ইউকে UK)- এর  দায়িত্ব পালন শেষে, লুইস,  চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন “দ্য ইমপ্যাক্ট ফ্যাসিলিটি”(TIF) নামক  একটি আন্তর্জাতিক ও সামাজিক, প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি কাজ করে সেই সকল  সম্প্রদায় কে নিয়ে  যারা খনিজ সম্পদ উত্তোলনে কর্মরত আছেন। খনিজ সমৃদ্ধ সম্প্রদায়গুলোকে ক্ষমতায়িত  করা, যাতে খনির ওপর নির্ভর না করে বরং খনিজ সম্পদ উত্তোলনের  মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তুলতে  সহযোগী  হিসাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে । TIF-এ কর্মরত অবস্থায় লুইস টেম্পল  বেশ কয়েকটি  যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন, যেমন তিনি  ফেয়ার কোবাল্ট অ্যালায়েন্স-এর বিকাশে সহায়তা করেন, যা পরবর্তীতে একটি বহু-পক্ষীয় উদ্যোগে পরিণত হয় , যেখানে টেসলা, গুগল, গ্লেনকোর এবং ফেয়ারফোনের মতো প্রতিষ্ঠানগুলোও একত্রিত হয়েছে। এই অ্যালায়েন্সের লক্ষ্য হলো ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর শিল্প কোবাল্ট খননকারীদের (কর্মীদের ) স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন।

লিংকডইন: linkedin.com/in/lewistemple

লুইস টেম্পল

চিফ এক্সিকিউটিভ অফিসার , নিরাপন

সিমোন সুলতানা

মেম্বার অফ দ্য ব্র্যাক জেনারেল বডি অ্যান্ড ট্রাস্টি অফ ইউকে চ্যারিটি
নিরাপন ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার

ড্যানিয়েল ফিবিজার

হেড অফ গ্লোবাল সাস্টেইনেবিলিটি অ্যান্ড প্রেসিডেন্ট অফ গ্যাপ ফাউন্ডেশন
নিরাপন বোর্ড মেম্বার

শ্রীদেবী কালাভাকোলানু

সিনিয়র ডিরেক্টর, এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স, ওয়ালমার্ট
নিরাপন বোর্ড মেম্বার

Sara Stefanski

Vice President, Global Responsible Sourcing, VF Corporation
Nirapon Board Member

তপন চৌধুরী

ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড স্কয়ার টেক্সটাইলস লিমিটেড
নিরাপন ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার

হিদার ক্যানন

সিনিয়র ডিরেক্টর ফর রেসপন্সিবল সোর্সিং, টার্গেট কর্পোরেশন
নিরাপন বোর্ড মেম্বার

কিমি ওয়াকার

অ্যাসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট, প্রোডাক্ট স্টুয়ার্ডশিপ, ক্যানাডিয়ান টায়ার কর্পোরেশন লিমিটেড,
নিরাপন ট্রেজারার

ডনা সিকিতা

ডিরেক্টর অফ মেম্বার এনগেজমেন্ট অ্যান্ড অপারেশনস, নিরাপন
নিরাপন টিম মেম্বার

Senior Manager of Global Sustainability at Gap Inc.
Nirapon Secretary