নিরাপনের গ্লোবাল মেম্বাররা নিজেদের মধ্যে এবং অংশগ্রহণকারী ফ্যাক্টরিদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থাপনার সংস্কৃতিতে একটি নতুন মাপকাঠি তৈরিতে সহায়তা করে।

মেম্বারশিপের শক্তি

৩৩০+
ফ্যাক্টরিকে নিরাপন সেইফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে তালিকাবদ্ধ করেছেন আমাদের মেম্বাররা।
৫৮
মেম্বার- যার মধ্যে আছে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড, রিটেইলার এবং ম্যানুফ্যাকচারার, যাদের সবাই মিলিত হয়েছে একটি বিশেষ লক্ষ্যে।
১২ লাখ (১.২ মিলিয়ন)
শ্রমিকের কাছে পৌঁছে গেছে নিরাপনের সেইফটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম।

মেম্বারশিপের সুবিধা

নিরাপনের নেটওয়ার্ক

মেম্বাররা সাপ্লায়ারদের ওপর প্রভাব বিস্তার, একটি সম্মিলিত লক্ষ্য বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইন্ডাস্ট্রির ক্ষমতাকে কাজে লাাগাতে পারেন।

ঝুঁকি ব্যবস্থাপনা

নিরাপত্তা বিষয়ে আমাদের তথ্যাদি থেকে মেম্বাররা তাদের ফ্যাক্টরিগুলোতে সম্ভাব্য ঝুঁকি কমানোর একটি সামগ্রিক পন্থা পেয়ে থাকেন।

সংগঠিত প্রচেষ্টা

নিরাপত্তা বিষয়ে আমাদের তথ্যাদি থেকে মেম্বাররা তাদের ফ্যাক্টরিগুলোতে সম্ভাব্য ঝুঁকি কমানোর একটি সামগ্রিক পন্থা পেয়ে থাকেন।

সাপ্লায়ারদের সম্পৃক্ততা

নিরাপন ‘সেইফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে’র মাধ্যমে মেম্বারদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম দেয় যা অংশগ্রহনমূলক, টেকসই ও স্বচ্ছ সাপ্লাই চেইন বজায় রাখে যা গতানুগতিক ব্র্যান্ড-সাপ্লায়ার সম্পর্কের মতো বাহ্যত বা লেনদেনভিত্তিক সম্পর্কের থেকে আলাদা।