নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া , ঝুঁকির সম্ভাবনা কমানো, ও সমাধানের উপায় নির্ধারন,  কারখানায় টেকসই নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করতে  উল্লেখিত সহায়ক উপকরণগুলোর ব্যবহার বিশেষ ভূমিকা রাখবে।

সদস্য (মেম্বারদের ) ব্যবহৃত উপকরণ

এই গুরুত্বপূর্ণ উপকরণগুলো নতুন ও পুরনো সদস্যদের (মেম্বারদের ) নিরাপনের মূল কার্যক্রম এবং নিরাপনের উদ্দেশ্য সম্পর্কে একটি সাধারণ ধারণা প্রদান করবে ।

সদস্য নির্দেশিকা

নিজেদের কে নিরাপন সম্পর্ক সুপরিচিত করুন, নিরাপন কে, কি কার্যক্রম পরিচালনা করে এবং কেন গঠিত হয়

সদস্যদের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়

নিরাপন সম্পর্কে জানতে, বোঝাতে এবং সমর্থন করতে সহায়ক ব্র্যান্ড বার্তা।

নিরাপন: নিরাপত্তা সংস্কৃতির গঠন

নিরাপত্তার সংস্কৃতি সম্পর্কে বোঝা

এই নথিপত্রগুলো কারখানায় নিরাপত্তার সংস্কৃতি প্রতিষ্ঠায় আলোচনার বিষয়, উদাহরণ প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা প্রদান করে থাকে যাতে সদস্যগণ কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার সংস্কৃতি প্রতিষ্ঠায় কার্যত সফলকাম হন.

নিরাপত্তার সংস্কৃতি কী?

নিরাপন কীভাবে নিরাপত্তার সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তা বুঝতে এবং সঠিকভাবে ব্যাখ্যা করতে, উল্লেখিত বার্তাটি সদস্যদের সহায়ক হিসাবে কাজ করবে

সংস্কৃতি পরিবর্তন

কারখানায় নিরাপত্তার সংস্কৃতি গঠন এবং তা টেকসই সংস্কৃতিতে পরিবর্তিত করার ক্ষেত্রে উল্লেখিত পিডিএফ একটি সহায়ক উপকরণ হিসাবে কাজ করবে।

কারখানাগুলি কেন নিরাপত্তার সংস্কৃতি থেকে উপকৃত হবে

নিরাপত্তার সংস্কৃতি গঠনের পথে কারখানা সম্পর্কিত একটি প্রকৃত উদহারণ যা , কেস স্টাডি হিসাবে উপস্থাপন করা হলো।

নিরাপত্তা ব্যবস্থাপনা সহায়তা কার্যক্রম

নিরাপনের নিরাপত্তা ব্যবস্থাপনা সহায়তা কার্যক্রম এবং রিপোর্টিং প্রক্রিয়ার সুবিধা নেয়ার জন্য সদস্যদের উল্লেখিত উপকরণগুলো ধাপে ধাপে নির্দেশনা প্রদান করে।

নিরাপত্তা সহায়ক নথি

নিরাপত্তা বিষয়ক কার্যকর ও সর্বজন স্বীকৃত বিষয়গুলো জানুন

নিরাপত্তা এবং দক্ষতার বৃদ্ধির জন্য বৈদ্যুতিক লোড ব্যাবস্থাপনার সর্বোত্তম ব্যাবহার (অপটিমাইজেশন)

কারখানাগুলোর জন্য নিরাপদ এবং কার্যকর নির্দেশনা প্রদান